ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২৩ - পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ সম্পর্কে জানতে চান? সম্পুর্ন পোস্ট জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আমাদের পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন নামে ঘূর্ণিঝড় দেখা দেয়। আজকে আমরা ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ এবং পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ গুলো দেখে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
- উপস্থাপনাঃ ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
- ঘূর্ণিঝড় কাকে বলে
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২
- পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
- শেষ কথাঃ ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
উপস্থাপনাঃ ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় মূলত ঘূর্ণিঝড় দূরত্ব শনাক্ত করণের মাধ্যমে। কারণ ঘূর্ণিঝড়ের নাম প্রযুক্তিগত নামের চেয়ে মনে রাখা অনেক সহজ হয়। সাধারণত এইজন্য ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। ২০০৪ ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করা হয়েছে। যেন উপকূলীয় অঞ্চলের মানুষদের এবং যে দেশে ঘূর্ণিঝড় হবে দেশের মানুষদের খুব সহজে সতর্ক করা যায়। একটি নির্দিষ্ট নামের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষদের বিশেষ করে সতর্ক করা যায়। তাই আজকের এই আর্টিকেলে আমরা ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ সম্পর্কে আলোচনা করব।
ঘূর্ণিঝড় কাকে বলে
সমুদ্রপৃষ্ঠে কোন স্থানের বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে। ওই স্থানের বায়ুর উপরে উঠে যায় এবং ওখানে বায়ুশূন্য অবস্থা তৈরি হয়। এই বায়ুশূন্য অবস্থা পূরণ করার জন্য আশেপাশে থেকে বায়ু অতিদ্রুত খালি জায়গা পূরণ করতে চাই। যার ফলে ঘূর্ণনের সৃষ্টি হয় এবং এই প্রক্রিয়া চলতে থাকে। যার ফলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং একে ঘূর্ণিঝড় বলে।
আরো পড়ুনঃ হাতের লেখা সুন্দর করার ৯ টি উপায় - হাতের লেখা সুন্দর করার উপায়
যে দেশের অঞ্চলে ঘূর্ণিঝড় হয় ওই দেশ আবহাওয়া অধিদপ্তর সাধারণত ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় মানুষকে সতর্ক করার জন্য। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষকে যেন খুব সহজে সতর্ক করা যায় সেই জন্য ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। আজকের এই পোস্টে আমরা ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ সম্পর্কে জানব।
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২
মানুষকে সতর্ক করন করার জন্য ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। একই নির্দিষ্ট নাম দিয়ে যেন মানুষকে সহজেই সতর্ক করা যায় বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করে তাদের সচেতনতা একটু বেশি থাকা দরকার। তাই এই আর্টিকেলে আমরা ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ জানব।
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - বাংলাদেশঃ
রজনী, উর্মি, মেঘলা, সমীরণ, নিসর্গ, বর্ষণ, অনিল, নিসা, ফণী, বিপর্যয়, অর্ণব, উপকূল, প্রতিকূল, মহানিশা, সরবর, নিশীথ ইত্যাদি।
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - ভারতঃ
ঘূর্ণি, আকাশ, বিজলী, বায়ু, গতি, তেজ, মুরাসু, ভায়ুম, প্রবাহ, প্রভানজান, আমবুদ, জালাদি, ভিগা।
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - পাকিস্তানঃ
সাহাবা, আফসান, মানাহিল, সুজানা, জান্নাতা, সারসার, বাদবান, গুলনার, গুলাব, নার্গিস, তিতলি, ইত্যাদি।
আরো পড়ুনঃ দরখাস্ত লেখার নতুন নিয়ম ২০২২ - আবেদন পত্র লেখার নিয়ম
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - শ্রীলংকাঃ
শাক্তি, জিগুম, গগনা, ভারামভা, গাজানা, নিবা, নিনাদা, ভিদুলি, সালিথা, রিভি, রুদু, জিগুম,
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - মালদ্বীপঃ
বুরিভি, কানি, মিদহিল, রিয়াউ, গুরুভা, কুবাংগি, হোরাংগু, থুনডি, ফানা, ওডি
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - মিয়ানমার
তুয়াতি, মিগজায়ুম, নাগামান, কাজাথি, যাবাগজি, ইউয়ুম, মউইহু, কাউই, পিংকু, জিনগাউন, বাউপা, কাইকান
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - থাইল্যান্ডঃ
সিতারাংগ, মনথা, বুলান, থিয়ানুট, ফুতালা, আইয়ারা, সামিংগ, কারিসন, মাতচা, মাহিংসা, ফারাওয়া, আসুরি, থারা, মনথা
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - নামকরণ কারী দেশ - সৌদি আরবঃ
জাওয়াদ, হাবুব, বারেক, আরিম, ওয়াবিল, নাখিল, আসিফ, সিদরাহ, ঘাজির, ফাইদ ইত্যাদি
পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
প্রিয় পাঠক আমরা ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা সম্পর্কে জানব। প্রত্যেকটি দেশ তাদের দেশে শুরু হতে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম নামকরণ করে থাকেন। তাহলে চলুন পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা গুলো জেনে নেই।
অশনি ---- শ্রীলংকা
গুলাব ---- পাকিস্তান
তুয়াতি ---- মিয়ানমার
মিগজায়ুম ---- মিয়ানমার
রজনী ---- বাংলাদেশ
উর্মি ---- বাংলাদেশ
মোচা ---- ইয়েমেন
ঘূর্ণি ---- ভারত
আরো পড়ুনঃ মেঘ কিভাবে বৃষ্টি তে পরিণত হয় - মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয়
আকাশ ---- ভারত
বিজলী ---- ভারত
নাগামান ---- মিয়ানমার
সমীরণ ---- বাংলাদেশ
বায়ু ---- ভারত
গতি ---- ভারত
জাওয়াদ ---- সৌদি আরব
সিতরং ---- থাইল্যান্ড
তেজ ---- ভারত
শাহীন ---- কাতার
মেঘলা ---- বাংলাদেশ
নিসর্গ ---- বাংলাদেশ
কাজাথি ---- মিয়ানমার
শেষ কথাঃ ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২ - পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা
ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২, পরবর্তী ঘূর্ণিঝড়ের নামের তালিকা উল্লেখ করা হয়েছে এর সাথে ঘূর্ণিঝড় কাকে বলে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি আপনি আমাদের এই পোস্ট থেকে উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও করতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। ১৬৮৩০
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url