OrdinaryITPostAd

অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর কিছু অ্যাপস

 

অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর কিছু  অ্যাপস

১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার , ২০২৩.....



ছবি সংগৃহীত 



দৈনন্দিন জীবনে  নানা প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস মোবাইলে ইন্সটল করি। তবে এ অ্যাপসগুলোর কিছু থাকে, যাতে ম্যালওয়্যার বহন করে থাকে। আমরা জেনে না বুঝে অনেক সময় মারাত্মক ক্ষতিকর এই অ্যাপস গুলো নিজেদের ফোনে ইন্সটল করে থাকি। যা আমাদের শখের অ্যান্ড্রয়েড ফোনের   জন্য ক্ষতিকর। 


আপনি যদি স্যামসাং, হুয়াওয়ে ইত্যাদির মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে আজকের উল্লেখিত এ অ্যাপসগুলো অতি দ্রুত আপনার ফোন থেকে আনইন্সটল করে দেয়া উচিত।


সাইবার সিকিউরিটি সংস্থা ট্রেন্ড মাইক্রো আবিষ্কার করেছে যে নয়টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে এমন ম্যালওয়্যার রয়েছে, যা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে অপরাধীদের কম্পিউটারে সরবরাহ করে।


আপনি কোন অ্যাপস ডাউনলোড করতে চাচ্ছেন এবং তা আপনার ফোনের জন্য নিরাপদ কি-না, সেটা যাচাই করা খুবই জরুরি একটি ব্যাপার। এ অ্যাপসগুলো কোন কোম্পানির অন্তর্ভুক্ত তা প্রথমেই আমাদের খতিয়ে দেখা দরকার।


কারণ অনেক সময়ই এই অ্যাপসগুলোকে সাধারণ অ্যাপস-এর মত রূপ দেয়া হলেও প্রকৃতপক্ষে তা ম্যালওয়্যার বা ভাইরাস হিসেবে কাজ করে। তবে চলুন অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্ষতিকর অ্যাপস সম্পর্কে জেনে নিন -


ক্ষতিকর ৯টি অ্যাপস:

১. শুট ক্লিন (Shoot Clean)

২. শুট ক্লিন লাইট (Shoot Clean Lite)

৩. সুপার ক্লিন (Super Clean)

৪. স্পিড ক্লিন (Speed Clean)

৫. রকেট ক্লিন (Rocket Cleaner)

৬. রকেট ক্লিনার লাইট (Rocket Cleaner Lite)

৭. কুইক গেমস (Quick Games)

৮. এইচ৫ গেম বক্স (H5 Game box)

৯. লিঙ্ক ওয়ার্ল্ড ভিপিএন (LinkWorldVPN)





উল্লেখিত নয়টি অ্যাপ্লিকেশন প্রায় পাঁচ লাখ বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ফোন থেকে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এটার জন্য আপনাকে নিজেই ফোন থেকে আনইন্সটল করতে হবে।


অ্যাপস গুলি কখনো ভুলে ফোনে ডাউনলোড করবেন না বা কারো ফোনে বা নিজের ফোনেও যদি ডাউনলোড করা থাকে তবে তা সাথে সাথে ডিলিট করে দেন। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনটি থাকবে শেফ।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪